ঢাকা, ২৪ কার্তিক (৯ নভেম্বর):
মানবতার সেবায় অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি
আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
গতকাল রাজধানীতে রোটারি ক্লাব অভ্ গুলশানের ৪৬তম অভিষেক অনুষ্ঠানে তিনি এ
আহ্বান জানান।
রোটারি ক্লাব অভ্ গুলশানের প্রেসিডেন্ট নাদিরা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে
ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ্ ফারুকীসহ অন্যান্য
রোটারিয়ানগণ বক্তব্য রাখেন।
শিল্প মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারাজীবন দেশের
স্বাধীনতা ও অসহায় মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মানবিক দায়বদ্ধতা থেকে
সংগ্রাম করে গেছেন। জাতির পিতার আদর্শের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ
করছেন।
সমাজের অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, পঙ্গু, বিধবা ও বয়স্ক ব্যাক্তিদের মাসিকভাতা
প্রদানসহ ভূমি এবং গৃহহীনদের জন্য ভূমি ও বাসস্থানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা সরকার।
এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন রোটারি ক্লাব অভ্ গুলশানের সদস্যপদ
গ্রহণ করেন।