ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) :
স্পেনের ঔপনিবেশিক শাসন হতে মেক্সিকোর স্বাধীনতা লাভের ২০০ বছর পূর্তি
উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে ১৪ সদস্যের একটি সাংস্কৃতিক
প্রতিনিধিদল মেক্সিকো পৌঁছেছে।
মেক্সিকোর কর্ডোবা সিটিতে আজ মিউনিসিপ্যাল প্রেসিডেন্ট (মেয়র) Leticia López
Landeros তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
বাংলাদেশ সাংস্কৃতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতি বিষয়ক
মন্ত্রণালয়ের উপসচিব ড. ললিতা রানী বর্মন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন-
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান, জনপ্রিয় লোকসংগীত শিল্পী
ফকির শাহাবুদ্দিন, কণ্ঠশিল্পী অনিমা মুক্তি গোমেজ, নৃত্য পরিচালক শামীম আরা নিপা,
বিশিষ্ট নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রাসেল আহমেদ,
আবৃত্তি মণ্ডল, অরুণিমা দত্ত, মিউজিশিয়ান (বাঁশি) মো. মনিরুজ্জামান, মিউজিশিয়ান (কি-
বোর্ড) জাকির হোসেন সাগর, মিউজিশিয়ান (অক্টোপ্যাড) অবিনাশ চন্দ্র মল্লিক ও
মিউজিশিয়ান (তবলা) অভিজিৎ চক্রবর্তী।
আজ সকালে মেক্সিকোর কর্ডোবা শহরে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রথম শো
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের রাঙিয়ে দিয়ে যাও’ গানের সঙ্গে
নৃত্য, পাপেট নৃত্য, কত্থক ও মণিপুরী শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন। তাছাড়া বাংলাদেশের
ঐতিহ্যবাহী লোকসংগীত পরিবেশন করেন শিল্পী ফকির শাহাবুদ্দিন। বাংলাদেশ দলের
মনোমুগ্ধকর ও বর্ণিল পরিবেশনা মেক্সিকোর সাধারণ দর্শকদের মাতিয়ে রাখে। আগামীকাল
একই ভেন্যুতে বাংলাদেশ দলের দ্বিতীয় পরিবেশনা অনুষ্ঠিত হবে।
এ সফরের মধ্য দিয়ে বন্ধুপ্রতিম দুদেশের মধ্যে সাংস্কৃতিকবন্ধন আরো দৃঢ় হবে
এবং মেক্সিকোর সাধারণ জনগণ হাজার বছরের ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির নানা
অনুষঙ্গ সম্পর্কে জানতে পারবে।