তারিখ:-০২-০৮-২০২৪
মোঃ আলাউদ্দিন আলোক,সিডনী,অষ্ট্রেলিয়া:
বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাল ফোরাম অফ অষ্ট্রেলিয়ার সভাপতির মেলবোর্নে ২দিনব্যাপী
সাংগঠনিক সফর সম্পন্ন হয়েছে। সিডনী থেকে সংগঠনের সভাপতি মোঃ আলাউদ্দিন আলোক ও
কোষাধ্যক্ষ আব্দুল করিম ভূঁইয়া প্রিন্স গত ১আগষ্ট সিডনী থেকে মেলবোর্ন যান। সিডনীতে তাঁরা
সংগঠনের উপদেষ্টা,সদস্যগন ও প্রাক্তন বাংলাদেশী স্কাউটদের সাথে মতবিনিময়
করেন।মতবিনিময় সভায় বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও
দূর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ডঃ মোজাম্মেল হক খাঁন,বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন
সহ সভাপতি প্রফেসর নাজমা শামস, এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটসের সদস্য রফিকুল ইসলাম
খাঁন, জাতীয় উপ কমিশনার মীর মোহাম্মদ ফারুক সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। মতবিনিময়কালে
বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন জাতীয় উপ কমিশনার ডঃ শরীফ আস সাবের, প্রেসিডেন্টস রোভার
স্কাউট শুভ খাঁন,প্রেসিডেন্টস স্কাউট মোসফেকিন সালেহীন,মোল্লা রাশেদুল হক,শবনম হক,মর্জিনা
বেগম,জরিনা সাফিয়া প্রমূখ স্কাউট ও স্কাউট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি স্কাউটার মোঃ আলাউদ্দিন আলোক জানান, অষ্ট্রেলিয়া প্রবাসী কয়েকশত বাংলাদেশী
স্কাউট ও স্কাউট লিডারদেরকে বাংলাদেশ স্কাউটসের কর্মসূচিতে সম্পৃক্ত রাখতেই বাংলাদেশ
স্কাউটস ইন্টারন্যাল ফোরাম অফ অষ্ট্রেলিয়া নামে সংগঠনটি সিডনীতে প্রতিষ্ঠা করা হয়।
মেলবোর্নে সংগঠনকে সম্প্রসারনের লক্ষ্যেই তাদের এবারের মেলবোর্ন সফর। সফরকালে
মেলবোর্নে বসবাসরত বেশ কয়েকজন বাংলাদেশী প্রাক্তন স্কাউট সংগঠনের সদস্য পদের জন্য
আবেদন ফরম পূরন করেন। ২আগষ্ট বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরাম অফ অষ্ট্রেলিয়া
এর নেতৃবৃন্দ সিডনী ফিরে আসেন।