২৪ ডিসেম্বর, ২০২২:
লিওনেল মেসিকে আবারও বার্সেলোনায় ফেরাতে চান কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা।
লাপোর্তা বলেন, ‘ক্লাবকে আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়ে ভবিষ্যতে কোনো নতুন খেলোয়াড় কেনার ইচ্ছা নেই তাদের।’ তার মতে ‘এটা ঠিক যে, আমি চাই মেসি একদিন ফিরে আসুক। এটা আমার ভালোও লাগবে, তবে আমি মানুষের প্রত্যাশা বাড়াতে পারি না।’
তিনি আরও পরিষ্কার করেছেন, ‘সে পিএসজির খেলোয়াড় এবং তাদের সঙ্গে একটি চুক্তি রয়েছে। সে কেবলই বিশ্বকাপ জিতেছে। আমরা তার জন্য খুবই খুশি। আমরা চাই না তাকে ঘিরে কোনো প্রত্যাশা তৈরি হোক, যা পূরণ করা খুবই কঠিন।’
বার্সেলোনার হয়ে রেকর্ড ম্যাচ ও গোল করা মেসিও বলেছিলেন একদিন কাতালান ক্লাবে ফিরতে চাওয়ার কথা। তবে এখনই তেমন কিছু হচ্ছে না বলে ইঙ্গিত দিলেন লাপোর্তা।
তিনি বলেন, ‘আমাদের কাছে, সে সব সময়ের সেরা। আমরা তাকে এখানে পেয়েছি এবং সে এখানে একজন খেলোয়াড় হয়ে উঠেছে। আমি নিশ্চিত, মন থেকে সে বার্সেলোনার ভক্ত এবং বার্সেলোনার সঙ্গে সব সময় তার সম্পর্ক থাকবে। আমরা তার ফিরে আসা খুবই পছন্দ করব, তবে দেখা যাক।