তকাল সায়েদাবাদে বাস চালক-শ্রমিকরা সড়ক অবরোধ করেন আগের মতোই যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলার দাবিতে। এতে জনপথ থেকে সায়েদাবাদ টার্মিনাল পর্যন্ত সড়ক প্রায় দুই ঘণ্টা
বন্ধ ছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার ঘটনায় দণ্ডিত হয়ে দেশে ফেরত আসা কর্মীরা ছয় দফা দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে জড়ো হন। পরে তারা টিঅ্যান্ডটি ভবনের সামনে অবস্থান নেন। তাদের দাবি, আমিরাতে পুনরায় প্রবেশে ‘নো-এন্ট্রি’ তুলে নিতে উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে।