যশোর প্রতিনিধি: নুরুজ্জামান।
(২২ আগষ্ট্ ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ রইচ আহমেদ, এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মোন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ভোর ০৪.০৫ ঘটিকায় যশোর জেলার চৌগাছা থানাধীন তিলকপুর সাকিনস্থ জনৈক মহাসিন আলীর বসতবাড়ীর সামনে পাঁকারাস্তার উপর হইতে আসামী ১। টিপু সুলতান(৪৫), পিতা- মৃত হারান মৃধা, মাতা-ফিরোজা খাতুন, সাং- ইন্দ্রপুর, থানা-চৌগাছা, জেলা-যশোরকে ১২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলমতের মূল্য অনুমান ৩৬০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।