২৬ জানুয়ারি, ২০২৩:
শার্শা সীমান্ত থেকে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিচ স্বর্ণের বার সহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
বুধবার(২৫ জানুয়ারি) বিকেলে শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত দেবন মোড়ালের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রধান।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার কায়বা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন একটি প্রাইভেটকারকে গতি রোধ করা হয়। এসময় সে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং প্রাইভেটকারে থাকা দুই স্বর্ণ পাচারকারী কে আটক করা হয়।তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫২ লাখ টাকা। এবং আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
যশোর প্রতিনিধি : নুরুজ্জামান মিন্টু