১১ ভাদ্র (২৬ আগস্ট) :
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তাদের সামরিক এসইউ-২৪ যুদ্ধবিমান পারমাণবিক বোমা পরিবহনে সক্ষমযোগ্য করা হয়েছে। পশ্চিমারা কোনো সমস্যা করলে তার দেশ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
আলেকজান্ডার লুকাশেঙ্কো সাবেক সোভিয়েতভুক্ত রাষ্ট্র বেলারুশের কর্তৃত্ববাদী নেতা। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বেলারুশের যুদ্ধবিমান আধুনিকায়ন করতে সম্মত হয়েছেন।
মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশের নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই। ইউক্রেনে আক্রমণ করতে রুশ সেনাদের বেলারুশের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছেন লুকাশেঙ্কো।
বেল্টা নিউজের এক প্রতিবেদন অনুসারে, ন্যাটো সদস্য পোলান্ডকে ভবিষ্যৎ হুমকি হিসেবে দেখছেন লুকাশেঙ্কো। তবে দেশটিকে তিনি অগ্রীম হুমকি প্রদান করে বলেছেন, সবকিছু প্রস্তুত আছে। কোনো উত্তেজনায় মিনস্ক কিভাবে জবাবে দিতে পারে পোলিশ সেনাবাহিনী তা ভালো করে জানে। তবে মস্কো থেকে মিনস্কে কিভাবে পারমাণবিক অস্ত্র স্থানান্তর করা হবে লুকাশেঙ্কো তা বিস্তারিত জানাননি।
সূত্র: আল জাজিরা