যোবায়ের আহমাদ, ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি) :
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর তুরাগ থানা বাউনিয়া এলাকায় বিভাটেক নামক একটি অবৈধ ইজিবাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানিয়রা জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও এই ইজিবাইক কারখানায় উৎপাদন অব্যাহত ছিল। এবং গোডাউনে পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল মজুদ ছিলো আমরা দুপুরের দিকে কারখানাটিতে আগুন লাগতে দেখি এবং সার্ভিসকে খবর দেয় । পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক সাইফুজ্জামান জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ভেতরে থাকা সব মালামাল পুরে গেছে।