রাসেল হোসেন:
গাজীপুরের জয়দেবপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে পালিত হল শিক্ষার আলো জীব বিজ্ঞান উৎসব-২০২৩ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ৯ টায় জয়দেবপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে রূপান্তর বাংলাদেশ ও শিক্ষার আলো ফাউন্ডেশনের আয়োজনে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজনটি হয়।
উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জায়েদা খাতুন, মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন এবং আরো উপস্থিত ছিলেন মোঃ আফজাল হোসেন প্রধান শিক্ষক গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস স্কুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ বখতিয়ার উপদেষ্টা রূপান্তর বাংলাদেশ।
এর আগে ২১ই জুলাই প্রায় শতাধিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষার্থীদের রূপান্তর বাংলাদেশের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সাধারণ গ্রেড, ট্যালেন্ট পুল এবং আইকন গ্রেডে উপস্থিত অতিথিবৃন্দদের থেকে সনদপত্র, ক্রেস্ট এবং প্রাইজবন্ড প্রদান করা হয়।