সরদার রইচ উদ্দিন টিপু, নড়াইল, ২ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অসহায়, ভুমিহীনদের মাঝে ত্রান বিতরন করেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০০ জন নারী পুরুষকে  এই ত্রাণ সামগ্রী বিতরন করেন এবং আগামীকাল বুধবার  একই স্থা আরো ৪ শত জন কে ত্রান দেয়া হবে।  প্রতি প্যাকেটে ০৫ কেজি চাল, ০২ কেজি  আাটা, ০১ কেজি ডাল, ০১ কেজি চিনি, ০১ কেজি তেল, ০১ প্যাকেট সেমাই, ০১ প্যাকেট দুধ, ০১ প্যাকেট হুইল গুড়া, ০১ প্যাকেট সুপ, ০১ প্যাকেট হরলিক্স ও ০১ টি সাবান আছে।

এ সময় ত্রান ভোগী ও স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবতার সেনাবাহিনী। এর  আগে কখনো এভাবে সাহায্য করতে দেখি নাই। সেনাপ্রধান যেন এই ধারা অব্যাহত রাখে।

ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর  ৫৫ পদাতিক ডিভিশনে কর্মরত ক্যাপ্টন রেজা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার,   আওয়ামী লীগ নেতা আল হেলাল, স্থানীয় গন্যমান্য মাহাবুব রহমান প্রমুখ।