সরদার রইচ উদ্দিন টিপু, নড়াইল, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য-সংস্কৃতি ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মার্চ বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন। বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিন ব্যাপি ক্রীড়া , সাহিত্য ও সংস্কৃতি প্রতিযেিিগতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩১মার্চ) বিকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. এ হান্নান রুনু, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, শিক্ষানুরাগী গোলাম মোর্ত্তাজা স্বপন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল হক রোম, আওয়ামীলীগ নেতা সৈয়দ আকরামুজ্জামান আখিদুল প্রমুখ।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান হয়।