এস এম মিলন, নড়াইল, ২৮ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) :
নড়াইলের লোহাগড়া উপজেলা ৮ ডিসেম্বর শত্রু মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সাথে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।
১৩ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে এগারোটায় লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা কমান্ড এবং উপজেলা প্রশাসন লোহাগড়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এম এম গোলাম কবির, লোহাগড়া আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা লোহাগড়া থানা শেখ আবু হেনা মিলন,বীরমুক্তিযোদ্ধা মো ইলিয়াস ফকির,সাবেক জেলা ডেপুটি কমান্ডার সৈয়দ সামসুল আলম কচি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো আব্দুর রউফ প্রমুখ ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার সন্তান ও পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থার চেয়ারম্যান বিষিষ্ট সাংবাদিক সৈয়দ খায়রুল আলম দাবি করেন নড়াইলের কৃতি সন্তান আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী বঙ্গবন্ধুর প্রীতিভাজন লে এম এম মতিউর রহমানের নামে কালনা সিক্স লেন সড়ক সেতুর নামকরন করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য আট ডিসেম্বর লোহাগড়া মুক্ত দিবস হলেও আনুষ্ঠানিক ভাবে আজ মুক্তিযোদ্ধা কমান্ড এই মত বিনিময়ের আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো আব্দুল হামিদ।