শত অবহেলিত এই সুজন পড়ে আছে মাওয়া ঘাটে বাবা মা ছাড়া নানির কাছে বড়ো হয়ে উঠেছিল এই সুজন তাঁর সঙ্গে কথা যানা গেল তার বর্তমান বয়স দশ বছর, কোনো রকম খেয়ে না খেয়ে পড়ে আছে মাওয়া ঘাটে, তাকে যখন বলা হলো সুজন সুজন তুমি এখানে সারা রাত পাই চারি করো তুমি ঘুমাতে যা-ও কখন সুজন জবাবে বলে দোকান দার যখন দোকান বন্ধ করে তখন দুই থেকে তিন ঘন্টা গুমায়, এর পর তাকে বলা হলো সুজন তুমি খাওয়া দাওয়া কোথা থেকে করো জবাবে আমাকে বলে এই লোকের দোকানে পানি দেয় মাঝে মাঝে থালা বাসুন ধুয়ে দেয় তারা খেতে দেয় আবার কেউ দশ বিশ টাকা দেয় ওতে চলে যায় কোনো রকম কি আার করবো বলেন আমার কপাল খারাপ এই জন্য এখানে পড়ে আছি আমার মনের মাঝে অনেক কষ্ট তাই যদি এমন হতো একটা থাকার জায়গা পেতাম আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকেরে থাকার জায়গা দিয়েছেন যদি আমিও পেতাম তা হলে সারা দিন কাজ কাম করে বাসায় গিয়ে একটু ঘুমাতে পারতাম এটা বলে সুজন যেন চোখের পানি ছেড়ে দিলো।

এস এম মিলন