- নিজস্ব প্রতিনিধি।।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ‘সরকার ও রাজনীতি’ বিভাগের“ আয়োজনে অনুষ্ঠিত হলো “সামার জুস ফেস্টিভ্যাল-২০২৩”।
মঙ্গলবার (২০ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।
সরকার ও রাজনীতি বিভাগের এই আয়োজনটি ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ ই আলম।
এসময় সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো: মিজানুর রহমান বলেন, সরকার ও রাজনীতি বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার ও সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং স্টুডেন্টদের উপস্থিতিতে আনন্দ প্রকাশ করছি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ প্রায় ১০০০ শিক্ষার্থীরা কয়েক প্রকারের জুস পান করেন।