ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল
আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাকে আন্তর্জাতিকমানে পৌঁছাতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে
অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা
উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান
অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ আবু
বকর ছিদ্দীকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের যে মান
নির্ণয় করা হচ্ছে না তাই নয়, প্রতিষ্ঠান নিজেই সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে
নিজেই মান বাড়াতে পারবে। অনেক কিছু শেখাবে। আমাদের অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পথচলা
শুরু হয়েছে তার সুফল সকল প্রতিষ্ঠান পেতে শুরু করবে। এর মাধ্যমে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে
সব কিছু প্রায় গুছিয়ে আনার একটি কাজ হলো।

শিক্ষা উপমন্ত্রী বলেন, এতদিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের মধ্যে সমতা
বিধানের কোনও প্রক্রিয়া ছিল না। আমাদের যেখানে নিজস্ব কোনো মানদণ্ডই ছিল না। ন্যাশনাল
কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ছিল না, সেখানে আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে প্রশ্ন কতটা
প্রাসঙ্গিক তা নিয়েও প্রশ্ন ছিল।

প্রসঙ্গত, ২০১৭ সালে এ সংক্রান্ত আইন পাস করা হয় সংসদে। চেয়ারম্যান দায়িত্ব
পান ২০১৮ সালে। আইন হওয়ার পর পাঁচ বছরেই কার্যক্রমটি শুরু করতে পেরেছে কাউন্সিল।
বিধিবিধান তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর প্রক্রিয়া শুরু হলো।