যোবায়ের আহমেদ: কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন একাধিক কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের ফলে রাজধানীতে প্রবেশের উদ্দেশ্যে ছেড়ে আসা গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিং বিভাগের জেলা গুলো ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা আন্তঃনগর বাস ও সিটি সার্ভিসের কোন গাড়ি প্রবেশ করতে পারছে না রাজধানীতে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিটিক টেকনিক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস অফ এগ্রিকালচার এন্ড টেকনোলজি ও কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সহ বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছি।

আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

পুলিশ বলছে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করছে পুলিশ। শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে তারা যেন মহাসড়ক অবরোধ ছেড়ে দেয়।