সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি :
কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের ৬ লক্ষ টাকা এবং ২০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ মঞ্জুর করেছেন- জেলা প্রশাসক।
আজ(২৫ মার্চ) গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলায় বোয়ালী ইউনিয়নসহ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর, সহকারী কমিশনার (ভূমি), কালিয়াকৈর, স্থানীয় ৩নং বোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ মো: আফজাল হোসেন খান সহ-ইউপি সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিতি ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ঘরবাড়ি ও ফসলের মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বাড়ির মালিক এবং কৃষকদের সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মহোদয় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা প্রদানের কথা ব্যক্ত করেন এবং তা যাতে সুষ্ঠুভাবে বন্ঠিত হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসক মহোদয় নগদ ৬ লক্ষ টাকা এবং ২০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ করেছেন।