সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়নের কাল বৈশালী ঝড় ও শিলা বৃষ্টির ভয়াল তাণ্ডবে চাবাগানসহ আশে পাশের পঞ্চাশটি গ্রামের ঘরবাড়ি ও রবি ফসলের ব্যাপক ক্ষতি ও জনজীবন বির্পযস্ত মানুষ চরম হতাশায় । গতরাত শনিবার রাত ১০ টার সময় ২০ মিনিটের শিলা বৃষ্টির ভয়াল তান্ডবে প্রায় প্রতিটি বাড়ির টিনের চালে বড় বড় ছিদ্র দেখা যায়। এলাকার প্রতিটি গ্রাম ঘুরে জানায়ায় গতরাত রাত ১ টার দিকে শিলা বৃষ্টি দ্বিতীয় বার আঘাত হানে তাতে আটানব্বই ভাগ বাড়িঘর ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়। গতকাল শনিবার রাত সাড়ে নয়টা দিতে আকাশে মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণ পর শুরু হয় ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, পরে শুরু হয় শিলাবৃষ্টি। কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ গ্রামের আব্দুল মান্নান জানায় তার ঘরের চাল জেনঞ্জরের ছিদ্রের মতো হাজারো ছিদ্র হয়ে একাকার হয়ে পড়েছে এর আগে এমন শিলাবৃষ্টি সে প্রায় পঞ্চাশ বছর পূর্বে দেখেছে। এ সময় বোয়ালী ইউপি সাবেক সদস্য মহিউদ্দিন বলেন শিলাবৃষ্টি মানেই ক্ষতি । তালগাছিয়াচালার বাসিন্দা আল আমিন বলেন শিলা বৃষ্টিতে তার ঘর সহ অনেকের ঘর থাকার অনুপযোগী হয়ে পড়েছে।সারারাত দাড়িয়ে বসে অতিবাহিত করি। শিলাবৃষ্টি থামলেও গুঁগি গুঁড়ি বৃষ্টিপাত অভ্যাহত ছিল অনেকক্ষণ, সঙ্গে ছিল দমকা হাওয়া । গাছের ডালপালা ভেঙ্গে পড়ায় রাস্তায় স্বাভাবিক চলাচলেও ব্যাঘাত ঘটেছে। হঠাৎ এমন শিলা ও ঝোড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটি বাড়ির টিনের চাল তেমনি তার নিজের ৩টি ঘরের টিন হাজারো ছিদ্রে পরিনত হয়। কালিয়াকৈর উপজেলা ভাই চেয়ারম্যান সেলিম আজাদ সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির অনুমান নিরূপণ করে সকলকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।