নিজস্ব প্রতিবেদক

শিল্পী সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো। তাদের জীবনমানের উন্নয়ন মানেই আমাদের উন্নতি। তাই আমি শিল্পীদের জীবনমানের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিতে দিচ্ছি। যতদিন বেঁচে থাকবো, শিল্পী সমাজের কল্যাণে কাজ করে যাবো।

গতকাল বুধবার উত্তরা ৯নং সেক্টরে বাউল শিল্পীদের সংগঠন ‘সুরের প্রেয়সী’ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী দয়াল কুমার বড়ুয়া এসব কথা বলেন।

তিনি বলেন, শিল্পী তার সৃষ্টকর্ম দিয়ে সাধারণকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন। তাই সমাজের আর দশজনের চেয়ে একজন শিল্পীর সামাজিক দায়িত্ব অনেক বেশি। শিল্পীদের সৃষ্টিশীল ভালো কাজ মানুষকে ভালোর দিকে এগিয়ে নিতে সহযোগিতা করে। সাহায্য করে স্বদেশবাসীকে তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যের প্রতি মুখ ফেরাতে। আমি মনে করি, আপনার যারা সংগীতশিল্পী আছেন সবারই সামাজিক দায়িত্ব সমাজকে আলোর পথে নিয়ে যেতে সাহায্য করা।

এসময় দয়াল বড়ুয়া বলেন, আমি আপনাদের শিল্পী সমাজের পাশে থাকার প্রতিজ্ঞা করছি। আপনারাও আমাকে নিজের ভাই হিসেবে কাছে রাখবেন এমনটাই প্রত্যাশা রইল।