ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) :

শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের ২০২১-২০২২ অর্থবছরে
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের ফেব্রুয়ারি ২০২২
পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি প্রায় ৬৮ শতাংশ যা জাতীয় পর্যায়ে বাস্তবায়ন অগ্রগতির তুলনায়
বেশি।

আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত
প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। শিল্প সচিব জাকিয়া
সুলতানার সভাপতিত্বে ভার্চুয়ালি আয়োজিত এ পর্যালোচনা সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল
আহমেদ মজুমদার প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট
কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধানগণ এবং বিভিন্ন
প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০২১-২০২২ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন
কর্মসূচিতে মোট ৩৪টি প্রকল্প রয়েছে। এর মধ্যে ৩১টি বিনিয়োগ প্রকল্প, ২টি কারিগরি সহায়তা
এবং ১টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৪ হাজার
২৫১ কোটি টাকা। এর মধ্যে জিওবিখাতে ১ হাজার ৫২২ কোটি টাকা, প্রকল্প সাহায্যখাতে ২ হাজার
৭০৭ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নখাতে ২১ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ফেব্রুয়ারি
২০২২ পর্যন্ত প্রকল্পগুলোর বিপরীতে মোট ২ হাজার ৯১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর অনুকূলে সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। আমদানিকৃত সার সঠিক সময়ের
গুদামজাত ও বিতরণ হচ্ছে তার হিসাব রাখতে হবে।