ঢাকা, ২৪ পৌষ (৮ জানুয়ারি):

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য
নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের
রোল মডেল। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে হবে উন্নত সুখী সমৃদ্ধিশালী সোনার দেশ। দেশকে
উত্তরোত্তর উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলের
প্রতি আহ্বান জানান তিনি।

আজ রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী
লীগ, কাফরুল থানা আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা
বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমান জন, শ্রম ও শিল্পবান্ধব সরকার অসহায় মানুষের
কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। ভূমিহীনদের বসবাসের জন্য ঘর তৈরি করে দিচ্ছে। করোনা
মহামারি বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোভিড-১৯ রোধে সবাইকে মাস্ক ব্যবহার করতে
হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সৃষ্টিকর্তার সাহায্য কামনা করতে হবে।

ওয়ার্ড সভাপতি মোঃ মইজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা
উইলিয়াম সমাদ্দার বাপ্পী, কাউন্সিলর সামসুর নাহার লাভলী প্রমুখ।