শ্যামলিমা তুমি কার?
কার জন্য বুক পেতে থাকো সহস্র দিবস?
কার জন্য ভালোবাসা পুষে রাখ চিতলের চোখে নিরব অহংকারে?
একবার যদি বলে যাও ঘাসের বুকের ভিতর কার উচ্ছ্বাস এরকম পুচ্ছ তুলে নাচে!
ঘুঙুর বাজিয়ে কেন এই বিলে বৃষ্টি আসে? শ্যামলিমা তুমি কার? কার জন্য গন্ধরাজের বুকে এরকম আলশেসিয়ান স্বপ্ন গুঁজে রাখ? কার জন্য বুনো ঘোড়ার খুরের ভিতর তোমার উন্মত্ত ক্রন্দন?
একবার যদি বলে যাও, এই সেই হিজলের গাছে কোন শঙ্খপদ্ম তুমি ছায়া করে রাখ কার জন্য?
কার জন্য তুমি প্রেমিকা হলে? কার জন্য লজ্জাবতীর পত্র পল্লবে জলের হিম কণা ছিটিয়ে রাখ?
এই সেই বুনো বেলী, এই সেই বাঁকানো সর্পিণী দাঁত যেখানে লুকিয়ে রাখ পথের বেদনা আর রক্তাক্ত ঘাম!
কার জন্য? কার জন্য তুমি প্রেমিকা হলে?
কার জন্য আকাশ এত নীল!
শ্যামলিমা আজ বড়ো মনে পড়ে, এইখানে উদার রহস্যের গন্ধ ভাসে। যার নাম শুধুই প্রেম!
শ্যামলিমা কার জন্য তুমি আজ কনফুসিয়াস?
কার জন্য জুলিয়েট পোষ তোমার বুকের ভিতর?
কার জন্য শ্যামলিমা তুমি আজ লাল নক্ষত্র খোঁজ নিষ্কাম উরুর ক্ষতে?
তারিখঃ৭/৪/২০২৩
©কপিরাইট