ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই):
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, শ্রমিকদের প্রাণহানি মেনে
নেওয়া যায় না। কারখানা নির্মাণে কোনো অনিয়ম চলবে না। কেউ অনিয়ম করলে তার শাস্তি
হবে। সরকার কাউকে ছাড় দেবে না। শ্রমিক ভাই-বোনেরা দেশের অর্থনীতি সচল রাখছে।
ইতোমধ্যে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
অগ্নিকাণ্ডে নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শ্রমিকদের
মৃত্যুর ঘটনায় কারখানাটি আজ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির
নেতৃবৃন্দ। পরে তারা নিহত ও আহতদের স্বজনদের সাথে কথা বলেন এবং কারখানাটি ঘুরে
দেখেন।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাট
মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক
(ঢাকা বিভাগ) মির্জা আজম, এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ
বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, এমপি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি
আব্দুল হাই, সাধারণ সম্পাদক বাদল, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুসহ
স্থানীয় নেতৃবৃন্দ ।