ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মো. এহছানে এলাহী। নবনিযুক্ত সচিব আজ সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে দেখা করে যোগদানপত্র জমা দেন। প্রতিমন্ত্রী নতুন সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।
শ্রম মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে মো. এহছানে এলাহী সচিব ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এবং সচিব পদমর্যাদায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে কর্মরত ছিলেন।
কর্মজীবনে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জাতীয় সংসদ সচিবালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি গাইবান্ধা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ১০ম ব্যাচের কর্মকর্তা।
শুভেচ্ছা জানানোর সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল হক, সাকিউন নাহার বেগম, জেবুন্নেছা করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল মোঃ এহছানে এলাহীকে সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়।