শ্রীপুর, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এতে আহত অন্তত ১৫ শ্রমিককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে শ্রমিকবাহী বাসটি। এতে তিন পোশাক শ্রমিক নিহত হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার বলেও জানান এ স্টেশন মাস্টার।
গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ বলেন, ঘটনাস্থলে এক নারী শ্রমিক মারা যান। আহতদের মধ্যে দুজনকে ট্রেনে চিকিৎসার জন্য ময়মনসিং নেওয়ার পথে মারা যান। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গফরগাঁও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কায় নিহত দুজনের মরদেহ বলাকা ট্রেন থেকে নামিয়ে রাখা হয়েছে। মরদেহ দুটি জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।