২৯ আষাঢ় (১৩ জুলাই) :

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে এএফপি এই খবর দিয়েছে।

এর আগে গতকাল রাতে একটি সামরিক বিমানে মালদ্বীপ পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইরে থাকায় দেশের পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনোক কলোম্বোজ এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।