বোচাগঞ্জ (দিনাজপুর), ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সঠিক নেতৃত্ব ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বাংলাদেশে করোনা, মহামারিতে রূপ নিতে
পারেনি। এই করোনার মধ্যেও আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছি। বাংলাদেশ
নিরাপদ ছিল বলেই প্রতিবেশী সরকার ও রাষ্ট্রপ্রধানগণ বাংলাদেশে এসেছেন। করোনার
দেড় বছরে দেশের উন্নয়ন বন্ধ থাকেনি। উন্নয়ন প্রকল্পের বিদেশি কারিগরি কর্মকর্তারা
বাংলাদেশে আসছেন। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল এবং মাতারবাড়ী গভীর
সমুদ্রবন্দরের কাজ চলছে।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জে সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক
ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী উপজেলার
বাতাসন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবন উদ্বোধন, বকুলতলা
বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন
ও হাটরামপুর সার্বজনীন দুর্গামন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ নারী অগ্রগতিতে সারাবিশ্বে অনুকরণীয়।
পঁচাত্তরের ১৫ আগস্টের পর নারীদের অন্ধকারে ঠেলে দেয়া হয়েছিলো। ১৯৯৬ সালে ২১
বছর পর আওয়ামী লীগ সরকারের সময় নারী জাগরণের মাইলফলক সূচিত হয়। ইউনিয়ন
পরিষদে আগে নারীদের অংশগ্রহণ ছিলোনা। শেখ হাসিনা বৃহত্তর ওয়ার্ডে নারী প্রতিনিধি
নির্বাচনের ব্যবস্থা করেন। নারী শিক্ষা, নারীদের উন্নয়ন ও অগ্রগতির একক কৃতিত্ব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
অপর এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে আমাদের
ধর্মনিরপেক্ষতাকে আঘাত করা হয়েছে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ফেলে দেয়া হয়েছে।
কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ বলেই আজকে বাংলাদেশ এগিয়ে
যাচ্ছে। শেখ হাসিনা শুধু বাংলাদেশে নন; সারা পৃথিবীর শতকোটি মানুষের কাছে অনুকরণীয়।