ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সত্য ও সুন্দর হচ্ছে
মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু। আমরা সত্য এবং সুন্দরের সঙ্গে আছি। আদর্শহীন,
নীতিহীন একটি রাজনৈতিক দল বিএনপি। যা খুনীদেরকে নিয়ে, অপরাধীদেরকে নিয়ে গঠন করা
হয়েছিল।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স
ইউনিয়ন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী
এবং জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসের পৈশাচিক
হত্যাকান্ড। পৃথিবীর অনেক রাজনৈতিক নেতা নিহত হলেও, সপরিবারে এভাবে নারী, পুরুষ,
গর্ভবতী নারী, শিশু এতো মানুষ এভাবে হত্যা করা হয়নি কোথাও। একটি হত্যাকান্ড কীভাবে
দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, আমরা দিনের পর দিন, বছরের পর বছর দেখেছি। একটি
হত্যাকান্ডকে জায়েজ করার জন্য কীভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করা হয়েছিল, কীভাবে
অপপ্রচার চালানো হয়েছিল, কীভাবে নোংরা কল্পকাহিনী সাজিয়ে বঙ্গবন্ধু পরিবারকে খাটো
করার চেষ্টা করা হয়েছিল, তা জাতি দেখেছে। আজকের বাস্তবতায় বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের
বন্ধু নয়; বঙ্গবন্ধু বিশ্বের বন্ধু।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঘাতকরা বার বার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে
বলেই সোনার বাংলাদেশ বিনির্মাণ হয়নি। বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকালে একটি
নতুন দেশকে অরাজকতা তৈরি করে ব্যর্থ করে দেয়ার চেষ্টা হয়েছে। তারপরও তিনি এই
দেশটিকে দারিদ্র্যপীড়িত দেশ থেকে স্বল্পোন্নত দেশে নিয়ে গেছেন। স্বাধীনতাবিরোধীরা
যখন ব্যর্থ হয়ে গেছে, তখনই জাতির পিতাকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও
বঙ্গবন্ধুকে লালন করি বলেই আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ
এগিয়ে যাচ্ছে।
নৌ পর্যটনে বিআইডব্লিউটিসি’র সম্পৃক্ততা থাকবে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যেই
আমরা দুটি ক্রুজ ভ্যাসেলের চুক্তিপত্র করেছি। এ দুটি ভেসেলে সব আন্তর্জাতিক সুবিধা
থাকবে। আগামী দুই-তিন বছরের মধ্যেই এ জাহাজ দুটি পেয়ে গেলে বিদেশি পর্যটকরাও
এখানে আগ্রহ দেখাবে। নদীমাতৃক বাংলাদেশের কথা চিন্তা করেই বিআইডব্লিউটিসিকে
এগিয়ে যেতে হবে।