চট্টগ্রাম, কর্ণফুলি (২১ জানুয়ারি,শুক্রবার) :

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; সন্ধ্যার পরে নদী হতে কোনো ক্রমেই বালু উত্তোলন করা যাবে না। নদী বা খাল রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নদী বা খাল ক্ষতিগ্রস্ত হলে এর নেতিবাচক প্রভাব সবার উপরে পরবে। এই এলাকায় জলাবদ্ধতার একমাত্র কারন খাল ভরাট ও দখল। দখলকৃত খাল উদ্বার করে এর নাব্যতা ফিড়িয়ে আনা হবে।

আজ চট্টগ্রাম জেলার কর্ণফুলি উপজেলার চট্টগ্রাম- কক্সবাজার হাইওয়ে পার্শ্ববর্তি মইজ্জার টেক এলাকার শিকলবাহা-চৌমুহনী-নয়াহাট লেইঙ্গা খাল এর পুন:খনন কাজ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মো: রমজান আলী প্রমাণিক,প্রধান প্রকৌশলী, পূর্বাঞ্চল,চট্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী কক্সবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) কলোনিতে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাষ্কর্য উদ্বোধন করেন এবং সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় সমুদ্রতীর ভাঙ্গন পরিদর্শণ করেন। এসময় কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পানি উন্নয়ন বোর্ডের(পাউব) মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ ও কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।