চোখ খোলো ছোট্ট বুবুন
মোরগ গুলো হাঁকে
ফুল কুসুমে সুবাস ছড়ায়
সূর্য তোমায় ডাকে।

জালনা খোলো, দুচোখ মেলো
দেখো অরুণ আলোয়
আকাশ খানি ছড়িয়ে আছে
নীল সাদা আর কালোয়।

বুবুন সোনা বলি শোনো
সবুজ রঙের গল্প
ঘাসও সবুজ, পাতাও সবুজ
নয়তো কথা কল্প!

সকাল বেলার বাতাস ভালো
শরীর রাখে সুস্থ,
সবুজ রঙে চোখ ছুঁয়ালে
দৃষ্টি হবে পোক্ত।

এই পৃথিবী অনেক বড়ো
অনেক রঙে রাঙা,
হলুদ রঙের নানান ফলে
ভোরের পাখি চাঙা!

কৃষ্ণচূড়ার লাল দেখেছ?
কমলা রঙা ভোর,
আকাশ ঘেরা আসমানী রঙ
সকাল বেলার দোর?

এই তো বুবুন চোখ খুলেছে
দাঁত গুলো তার সাদা
ফকফকা এই ভোরের আলোয়
উঠছে দাদু খাদা।

সবাই উঠো বিছনা ছাড়ো
বলছে সবাই, বেশ!
পড়বে বুবুন রবির আলোয়
সবুজ বাংলাদেশ।
তারিখঃ১/৪/২০২৩