ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলায়
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
এম এ মান্নান বলেন, সুনামগঞ্জবাসী হাওড় এলাকার মানুষ। হাওড় এলাকার প্রকৃত
বন্ধু শেখ হাসিনা। হাওড়ের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সুনামগঞ্জের
সবগুলো উপজেলায় (১২টি উপজেলা) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা
রয়েছে সরকারের। জেলা সদর উপজেলায় আজ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের
মধ্য দিয়ে এই যাত্রা শুরু হলো।
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, দলমত নির্বিশেষ সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের
পক্ষে কাজ করতে হবে। তবেই এই দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
মন্ত্রী আজ সুনামগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী
কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং সুনামগঞ্জ-১ আসনের
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত না হলে কোনো দেশ তার
কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের
মাধ্যমে হাওড় ও ভাটি এলাকার মানুষের কারিগরি শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হলো।