ঢাকা, ৭ চৈত্র ( ২১ মার্চ) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের সকল
স্তরে সম্পৃক্ত করতে হবে। কোন শ্রেণি বা বিশেষ জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন
লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।
মন্ত্রী আজ ৯ম জাতীয় ও ১৭তম ‘আন্তর্জাতিক ডাউন সিন্ড্রোম দিবস-২০২২’ উপলক্ষ্যে
নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার এর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন এনডিডি সুরক্ষা ট্রাস্টি বোর্ড এর চেয়ারপারসন প্রফেসর ডাঃ মোহাম্মদ গোলাম রব্বানী।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা,
বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ট্রাস্ট পরিচালিত হচ্ছে।
এনডিডি ট্রাস্টের মাধ্যমে চার ধরনের প্রতিবন্ধীদের জিটুপি পদ্ধতিতে এককালীন আর্থিক
চিকিৎসা অনুদান, কেয়ার গিভার ও অভিভাবকদের প্রশিক্ষণ, বিশেষ স্কুলের শিক্ষকদের
প্রশিক্ষণ প্রদানসহ নানাবিধ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধী
ব্যক্তিদের সমাজের সকল স্তরে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য
বাস্তবায়নে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ, শতভাগ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও কর্মমুখী প্রশিক্ষণ
প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, একীভূত সমাজ ব্যবস্থা অংশগ্রহণে বাড়ায় আস্থা এই প্রতিপাদ্যকে সামনে
রেখে এ বছর দিবসটি পালিত হচ্ছে।