# সায়েম দরজী
ঢাকা।
আমার হৃদয়ে একটি সমুদ্র হোক
শাশ্বত প্রেমেরা জেগে উঠুক জাগ্রত ঢেউ হয়ে
তল স্রোতে পিষে সমগ্র শিৎকারে, যাতনার বিষে
মহী সোপান বেয়ে, আরো গভীরে
অতলের সুখ বিশালতায় হারায়।
নিমগ্ন রাত ভরা জোছনায় মুখোমুখি ধরনীর
সহস্র বছরের ভালোবাসা চুপিচুপি অচিন কথা কয়
কত শত নক্ষত্র খসে পড়ে এরই মাঝে ব্যার্থতার দায়ে
এ সমুদ্র, গিলে খায় সব
প্রেম ভালোবাসা মানুষ কিংবা ছায়া পথ।
কখনো ঝর উঠে প্রকান্ড ভুমিকম্প নিয়ে
সুনামির পূর্ভাবাস থাক বা না থাক
বিস্তৃত নোনা জলে ভাসাবো পৃথিবী
হৃদয়ে সমুদ্র নিয়ে অথবা একটি প্রেম
আমি এক সমুদ্র মানুষ ।