সরকার উৎখাতে ষড়যন্ত্র— যুগান্তরের প্রধান শিরোনাম এটি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনেকে বিদেশে ইফতার পার্টির নামে নয়া ষড়যন্ত্রে মেতে উঠেছেন। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করাই তাদের লক্ষ্য।

এই এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী ঘনিষ্ঠ দেশি-বিদেশি চক্র এখন পুরোমাত্রায় সক্রিয়। এজন্য ভারতের কলকাতা, আগরতলা, মেঘালয় ও দিল্লির মাটিকে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন পলাতক আওয়ামী নেতারা।

ষড়যন্ত্র সফল করতে কোর গ্রুপ তৈরি করে ঘনঘন বৈঠকে বসছেন তারা। মধ্য রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের অন্তত পাঁচ দফা বৈঠকে মিলিত হওয়ার খবর জানিয়েছে যুগান্তর।

এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি কলকাতার রাজারহাট এলাকায় একটি ইফতার পার্টির আয়োজন করেন সেখানে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা।

যেখানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মইনুল হোসেন খান নিখিল, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ অনেকে। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও সস্ত্রীক ছিলেন এই ইফতার পার্টিতে।

পরদিন একই স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পলাতক শতাধিক নেতা ইফতার পার্টির নামে মিলিত হন।

দুটি ইফতার পার্টিতেই আসাদুজ্জামান খান কামাল অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে উৎখাতে যার যার অবস্থান থেকে জোরালো ভূমিকা পালনের নির্দেশ দেন।