ঢাকা, ২৮ পৌষ (১২ জানুয়ারি):

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজসেবী, লেখক, সাংবাদিক ও বহুল সমাদৃত গ্রন্থ
‘প্রবাসীর কথা’র লেখক নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আজ এক শোক বার্তায় তিনি মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা
করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধকালীন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নুরুল ইসলামের
সঙ্গে কাজের অভিজ্ঞতা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে
মরহুম নুরুল ইসলাম অসামান্য অবদান রেখে গেছেন। প্রবাসে থেকেও তিনি সবসময় বাংলাদেশ ও
বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করতেন। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

উল্লেখ্য- মঙ্গলবার লণ্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।