ঢাকা,  ৯ আগস্ট ২০২১:
 আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান  একইসাথে  ১৫০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার  সাকিব আল হাসানের এ অনবদ্য অর্জনে সাকিব আল হাসানকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, টি- টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে বিশ্বসেরা অলরাউন্ডার  সাকিব আল হাসান আজ এক অনন্য রেকর্ড গড়লো। তার এ অসামান্য অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।  আমি তার সার্বিক সাফল্য কামনা করছি।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ায় তালিকায় সাকিব দ্বিতীয় বোলার। তার আগে এই অর্জন আছে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার। তবে লাসিথ মালিঙ্গা শুধু ১০০ (১০৭) উইকেটের মালিক, ১০০০ রানের কোটা পার করেননি।