ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
“টিকেএস হেলথকেয়ার লিমিটেডের পক্ষে কোভিড-১৯ সরঞ্জাম ক্রয় ও জনবল
নিয়োগে অনুমোদন সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্বাস্থ্যসেবা বিভাগের
(অনুনোমোদিত) পরিপত্রটি ভুয়া ও একটি মিথ্যা গুজব” বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার
কল্যাণ মন্ত্রণালয়।
আজ এক প্রতিবাদ পত্রে মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিভিন্ন সামাজিক মাধ্যমে
গতকাল থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের
উপসচিব জাকিয়া পারভীনের স্বাক্ষর কপি পেস্ট করে একটি পরিপত্র জারি করা হয়েছে
বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সর্বাংশে মিথ্যা তথ্য সংবলিত।
ঐ ভুয়া পরিপত্রে বলা হয়েছে “১১/০৭/২০২১ ইং তারিখের আবেদন সাপেক্ষে
সারাদেশব্যাপি কোভিড-১৯ র‍্যাপিড টেস্ট সকল সরঞ্জাম এবং দক্ষ জনবল নিয়োগ দিয়ে
প্রাথমিকভাবে র‍্যাপিড কিট ডিভাইস আসার পর ‘টিকেএস হেলথকেয়ার লিমিটেড’ কে
প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে কাজ শুরু করার অনুমোদন প্রদান করা হল”। সামাজিক
মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া এই তথ্যটি সর্বাংশে মিথ্যা ও একটি গুজব বলে নিশ্চিত করেছেন
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
এ প্রসঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া জানান,
কোভিড-১৯ এর অতিমারির এরকম একটি দুঃসময়ে জাতি যখন করোনা ভাইরাস প্রতিরোধে
নিরলস লড়াই করে যাচ্ছে সেসময় কোভিড-১৯ অতিমারিকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু
লোকজন অপতৎপরতা দেখাচ্ছে এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ফায়দা লুটে
নিতে অপচেষ্টা করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এ সকল অসাধু
লোকজনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে অতি দ্রুত এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ
ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন।