ইসলামপুর (জামালপুর), ৭ কার্তিক (২৩ অক্টোবর) :
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের
বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জনগণের শত্রু।
সরকারের ঈর্ষণীয় সাফল্যের অগ্রগতি ব্যাহত করার জন্যই আজকে স্বাধীনতাবিরোধী শক্তি দেশে
সাম্প্রদায়িক হানাহানি বাধাতে চেষ্টা করছে।
প্রতিমন্ত্রী আজ জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মাঠে
অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পবিত্র কোরআন ও হাদিসের বাণী উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইসলাম ফেতনা-ফ্যাসাদ
সৃষ্টি করাকে হত্যার চেয়ে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করেছে।
প্রতিমন্ত্রী বলেন, নবীজী (সা.) অন্য ধর্মের অনুসারীদের প্রতি কিরূপ আচরণ করেছিলেন
তা মুসলমানদের ভালোভাবে জানতে হবে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মদিনা সনদ, মক্কা বিজয় ও
প্রতিবেশীর প্রতি করণীয় বিষয় ইত্যাদির কথা উল্লেখ করেন।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর পৌরসভা প্রাঙ্গণে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১
উপলক্ষে ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ ধরা হতে বিরত জেলেদের
মাঝে জনপ্রতি ২০ কেজি ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী আজ ইসলামপুর উপজেলার বোয়ালমারী এফ এইচ দাখিল মাদ্রাসার
নবনির্মিত ভবন উদ্বোধন করেন।