সারদা পুলিশ একাডেমিতে একযোগে আড়াইশোর বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর আজ বেলা সাড়ে ১১টায় এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, “শৃঙ্গলাভঙ্গের দায়ে তাদেরকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই ৮২৩ জনের মধ্যে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছে শৃঙ্খলাজনিত।
কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিলো, এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনও উত্তর পুলিশ সদর দপ্তর থেকে দেয়া হয়নি।
যদিও এই কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহীতে পৌঁছেছিলেন।