আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পরে ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচির ডাক দেয়ার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শনিবার রাত থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিভিন্ন জায়গায় পুলিশ সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। কোনও কোনও জায়গায় চেক পয়েন্ট বসানো হয়েছে।

ঢাকায় সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সেনাবাহিনীর পাহারা বসানো হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করার কথা জানিয়েছে বিজিবি সদর দফতর।

জিরো পয়েন্ট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকায় যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় এখন পর্যন্ত কম দেখা যাচ্ছে।