১২ ফেব্রুয়ারি, ২০২৩:

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে চলা মো. সাহাবুদ্দিন চপ্পুর মনোনয়নে প্রস্তাবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই মনোনয়নে সমর্থন দিয়েছেন একই দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একই ব্যক্তির নামে দুটি মনোনয়ন দাখিল হয়েছে। যার নামে দাখিল হয়েছে তিনি মো. সাহাবুদ্দিন। তাঁর বাবার নাম মরহুম শরফুদ্দিন আনসারী। বাসা পাবনার শিবরামপুরে।’

ইসি সচিব বলেন, ‘এ দুটি আবেদন আগামীকাল দুপুর একটা হতে বাছাই করা হবে। বাছাইয়ের যিনি টিকবেন, আগামীকাল প্রধান নির্বাচনী কর্তা গণমাধ্যমকে অবহিত করবেন।’

একক প্রার্থী হলে তার প্রক্রিয়া কী হবে, জানতে চাইলে সচিব বলেন, ‘আগামীকাল বাছাইয়ের পরে বৈধ মনোনয়ন যেগুলো হবে, তার নাম ঘোষণা করা হবে। আইনানুগভাবে, প্রত্যাহারের শেষ তারিখে আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব কে বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তবে, যেহেতু একই ব্যক্তির দুটো আবেদন এবং দুটি যদি বাছাইয়ের টেকে, তবে কালকেই এটি চূড়ান্ত হয়ে যাবে।’