পাটুরিয়া (মানিকগঞ্জ), ১ শ্রাবণ (১৬ জুলাই)
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সাড়ে ১৩’শ কোটি টাকায়
পাটুরিয়া এবং দৌলতদিয়ায় আনুষঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দরের আধুনিকায়নের কাজ
বাস্তবায়ন হলে নদীভাঙ্গণ রোধ করা সম্ভব হবে; তখন ঘাটগুলো ঝুকিপূর্ণ থাকবেনা; একই
সঙ্গে এ সমস্যার স্থায়ী সমাধান হবে। বর্তমানে নৌপথগুলোর নাব্যতা ধরে রাখার চেষ্টা
করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ বিআইডব্লিউটিএ’র জাহাজযোগে পাটুরিয়া ও দৌলতদিয়ার নদী
ভাঙ্গণ এবং ‘পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন প্রকল্প’ এলাকা পরিদর্শনকালে
এসব কথা বলেন। এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত
ছিলেন।
প্রতিমন্ত্রী জনগণ তথা দেশের স্বার্থে স্বাস্থ্যাবিধি পরিপূর্ণভাবে মানতে সকলের
প্রতি আহবান জানান।
প্রতিমন্ত্রী পরে পাবনার কাজিরহাট ঘাট পরিদর্শন করেন।