রবিবার ২২ জ্যৈষ্ঠ (৫ জুন, ২০২২):
বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
স্থানীয় পুলিশ এখনো পর্যন্ত মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ।
সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে জানানো হয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসের দলনেতাসহ তিনজন দমকল কর্মী নিখোঁজ রয়েছে। আহতদের মধ্যে অন্তত কুড়ি জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ জানিয়েছে।
শনিবার রাত নটার দিকে একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে শুরুতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিপোতে আমদানি হয়ে আসা এবং রপ্তানি মুখি প্রচুর মালবাহী কন্টেইনার ছিল। যার মধ্যে রাসায়নিক পদার্থও ছিল।
বিস্ফোরণের সময় পাঁচ কিলোমিটারের মতো দূরত্বে কাঁপুনি অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলছে।
বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছে বলে স্থানীযরা জানিয়েছেন।
সেখানে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।