২২ আশ্বিন (৭ অক্টোবর) :

জেলা  প্রতিনিধি, নড়াইল:

আজ ৭ অক্টোবর  শুক্রবার বিকালে  সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মধুমতি নদীর উপর নির্মিত “মধুমতি সেতু” এর শুভ উদ্বোধনের জন্য নড়াইল প্রান্তের অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, কে,এম শামীম আক্তার।
পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান, পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী,লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ার রহমান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 আগামী ১০ ই অক্টোবর ২০২২ তারিখ ১২০০ ঘটিকায় সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মধুমতি নদীর উপর নির্মিত “মধুমতি সেতু” এর শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই উপলক্ষে নড়াইল প্রান্তে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে উক্ত পরিদর্শন কর্মসূচি পালিত হয়।