১৪ ডিসেম্বর, ২০২২:
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ০-৩ গোলে হারিয়ে সবার আগে ফাইনালে নাম লেখাল আর্জেন্টিনা। এ জয়ে আট বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠলো লিওনেল মেসিরা। ২০১৪ বিশ্বকাপের পর আরেকবার ফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জনের পাশাপাশি এই নিয়ে ৬ষ্ঠ বার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালের পর আবারো মেসির সামনে সুযোগ আসলো বিশ্বকাপ ট্রফি জয়ের। দুর্দান্ত মেসি যেভাবে আগাচ্ছেন তাতে বোধহয় ভাগ্যদেবতা তার দিকে মুখ তুলে তাকাতেও পারেন।
ম্যাচের শুরু থেকে ক্রোয়েশিয়া বল দখলে রাখলেও ম্যাচের সুযোগ তৈরি করতে পারতেছিল না ক্রোয়েশিয়া। কিন্তু সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে উঠে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়া পুরো ম্যাচে চেষ্টা করলেও তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি তারা। ফলে ৩-০ গোলের জয়ে আবারো বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা।