সোমবার থেকে ‘লকডাউন’ দেবার যে কথা সরকার আগে ঘোষণা করেছিল সেটি পিছিয়ে দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত হয়েছে যে সোমবার থেকে আশিং কলকডাউন কার্যকর করা হবে এবং ১লা জুলাই থেকে পুরোপুরি কার্যকর করা হবে।
সোমবার থেকে গণপরিবহন চলাচল সীমিত হয়ে যাবে।
৩০ জুন পর্যন্ত ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে। কলকারখানা ও পোশাক কারখানাও খোলা থাকবে। তবে গণপরিবহন বন্ধ থাকবে। ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন শুরু হয়ে এক সপ্তাহ পর্যন্ত চলবে। আওতামুক্ত থাকবে চিকিৎসা গণমাধ্যমসহ জরুরি সেবা।