সোহাগের লেখা রোমান্টিক গানে এবার দ্বৈত কণ্ঠে মেজবাহ বাপ্পী ও প্রিয়াঙ্কা বিশ্বাস:
‘তোমায় নিয়ে লিখি কবিতা, লিখে যাই কত গান, আমার হয়ে থেকো পাশে, ভুলে সব অভিমান ’।
এমনই কথামালায় রোমান্টিক গানটি সম্প্রতি রেকর্ড করা হয় বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে!
গানটির লিখেছেন মো.তাজুল ইসলাম সোহাগ ওরফে সোহাগ রেজা ,গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠ ও জি বাংলার সা রে গা মা পা এবং ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্ল্যাটফর্মের তথা এই প্রজন্মের দুই জন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেজবাহ বাপ্পী ও প্রিয়াঙ্কা বিশ্বাস। গানটির সুর-সংগীতের কাজটি করেছেন আলমগীর হায়াত রুমন।
গানটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন: ‘বহুদিন পরে এমন চমৎকার কথামালা ও সুরে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে! গানটি রেকর্ডিং করার সময় আমার মধ্যে অন্যরকম অনুভূতি ও আবেগে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম; আশাকরি গানটির মিক্সড মাস্টারিংয়ের পরে এই গানটি শ্রোতাদের মনে স্থান করে নিবে”। অন্যদিকে মেজবাহ বাপ্পী বলেন: আমি সর্বদা একটু ভিন্ন ধরনের মৌলিক গান গাইতে পছন্দ করি; যেটি মানুষের হৃদয়কে যাদুর মতো আকৃষ্ট করবে; আজ তেমনই একটি গান করতে পেরে মনে ভীষণ শান্তি লাগছে! স্টুডিওতে উপস্থিত সবার উচ্ছ্বাস দেখে গীতিকার সোহাগ রেজা ভীষণভাবে আনন্দিত হন; পুলকিত হৃদয়ে সোহাগ রেজা জানান “আমার লেখা গান শ্রোতাদের মনে যদি ভালো লাগার স্থান করে নিতে পারে তবেই শ্রম সার্থক হবে এবং শ্রোতাদের আন্তরিক অনুপ্রেরণা ও সমর্থন পেলে পছন্দসই অসংখ্য গান লেখার কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ বহুগুণ বেড়ে যাবে ” তিনি আরো বলেন ” বাংলাদেশকে ভালো বাসলে ও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার তাই বাংলা সংস্কৃতির চর্চা এবং বেশি-বেশি শ্রুতিমধুর ও রুচিসম্মত বাংলা গানগুলিকে অগ্রাধিকার দেয়া জরুরি “।