গাজীপুর, ৭ অগ্রহায়ণ (২২ নভেম্বর):
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ১৯৮১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সৌদি আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ামির যৌথ উদ্যোগে বিশ্বের প্রায় অর্ধশত দেশের যুব প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক যুব কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানের
প্রধান অতিথি তৎকালীন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মকান্ড পরিচালনার জন্য গাজীপুরের সফিপুরের সাত একর জমি ওয়ামিকে প্রদান করেন।
উপদেষ্টা আজ গাজীপুরের সফিপুরে সৌদি আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ামির উদ্যোগে দৃষ্টিনন্দন ওয়ামি মসজিদ কমপ্লেক্স উদ্বোধন ও হাসপাতাল-কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। এজন্য তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সফররত ওয়ামি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরে আসার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশের
আর্থ-সামাজিক উন্নয়ন ও অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে আরো পরিকল্পিত ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ওয়ামি কর্তৃক বাংলাদেশসহ বিশ্বব্যাপী মানুষের মৌলিক অধিকার পূরণে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে উচ্চ শিক্ষা, স্বাস্থ্য, কর্মমুখী বৃত্তিমূলক প্রশিক্ষণ, মেধাবীদের শিক্ষা বৃত্তি, ধর্মীয় শিক্ষা দানসহ আর্ত- নবতার সেবায় কাজ করছে। তিনি ভ্রাতৃ প্রতিম সৌদি সরকার ও তাদের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সরকারের পক্ষ থেকে ওয়ামিকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামী) সৌদি আরব ভিত্তিক একটি আন্তর্জাতিক দাতা সংস্থা যা বিগত ৫২ বছর যাবৎ বিশ্বের প্রায় সবকয়টি দেশে শিক্ষা, সংস্কৃতি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জরুরি ত্রাণ তৎপরতা, নারীর ক্ষমতায়নসহ নানাবিধ আর্থ-সামাজিক ও যুব উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা
করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, সৌদি আরবের ওয়ামি সচিবালয়ের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু, রিয়াদস্থ ওয়ামি প্রধান কার্যালয়ের পরিচালক ফয়সাল সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ কর্মকর্তা আব্দুল মালেক আল আমের।