জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ওআইসিভুক্ত এবং মুসলিম কমিউনিটির
যুবদের (রোভার স্কাউট) নিয়ে ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ৫ দিনব্যাপী’’স্কাউট কনফারেন্স ফর
সাসটেইনেবল ডেভেলপমেন্ট’’ ওয়া্র্কশপ শেষ হলো গতকাল।
অনলাইন প্লাটফর্মে আয়োজিত কনফারেন্স সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে যুক্ত থেকে এর সমাপ্তি
ঘোষনা করেন, পররাষ্ট্রমন্ত্রী ড: একে আব্দুল মোমেন এমপি।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রাথমিক ওগনশিক্ষা
প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি,শিক্ষা্ উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল এমপি,বিশ্ব স্কাউট সংস্থার
সেক্রেটারী জেনারেল Ahmad Alhendawi, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব আকতার হোসেন, কারিগরি ও
মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আমিনুল ইসলাম,প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব গোলাম মো:
হাসিবুল আলম, ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরাম এর মহাপরিচালক Yunus Sonmez এবং বাংলাদেশ
স্কাউটস এর জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্ট) মোঃ ফসিউল্লাহ বক্তব্য রাখেন।
পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে আব্দুল মোমেন এমপি প্রধান অতিথী হিসেবে তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজ কেবল আজকের
স্বপ্নই নয়, আগামী দিনের আকাঙ্খাকেও মূর্ত করে তুলেছে। এটি প্রকৃতপক্ষে একটি আনন্দময় উপলক্ষ এবং সময়োপযোগী বলতে
পারি। আমাদের বসবাসের জন্য কেবল একটি গ্রহ রয়েছে। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এই গ্রহটি সংরক্ষণ করা আমাদের
দায়িত্ব। আপনি যুবক, আপনার আঙ্গুলের টিপসে পুরো বিশ্ব রয়েছে। তিনি এই গ্রহকে দূষিত না করার জন্য বিশ্বব্যাপী প্রচারনা
শুরু করার এবং ঈশ্বরের প্রদত্ত সম্পদকে অপব্যবহার না করার আহবান জানান। তিনি আরো বলেন গ্লোবাল ওয়ার্মিং বন্ধ
করতে এবং এই গ্রহ ও এই পৃথিবীকে বাঁচানোর জন্য এখন আমাদের উচ্চস্বরে স্পষ্ট করে কথা বলার সময় এসেছে।
বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) এএইচএম সামসুল আযাদ জানান, ’স্কাউটিং ফর বেটার
এনভায়রনমেন্ট’ থিমকে সামনে রেখে আয়োজিত কনফারেন্সে ওআইসিভুক্ত ৩৭ টি রাষ্ট্র থেকে ১৫০ জন এবং
বাংলাদেশ থেকে নির্বাচিত ১০০ জন যুবক ও যুব মহিলা (রোভার স্কাউট) অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা
৫দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সে দেশ-বিদেশের বিশেষজ্ঞ রিসোর্সপারসনদের সমন্বয়ে গঠিত প্যানেল এ্ডুকেশন
ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কাউটস ও ইয়ুথ অ্যান্ড স্কাউটস ইন দ্যা মুসলিম ওয়ার্ল্ড ও এডুকেশন ফর
সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কাউটস,এডুকেশন ফর ইয়ুথ অ্যান্ড স্কাউটস, ক্লাইমেট চেইঞ্জ-রোল অব ইয়ুথ এন্ড
স্কাউটস ইত্যাদি বিষয়ে আলোচনা, গ্রুপ ওয়ার্ক ও সুপারিশমালা প্রণয়ন করেন।
সমাপনী অনুষ্ঠানে কনফারেন্সে অংশগ্রহণকারীদের মধ্যে অভিব্যক্তি জ্ঞাপন করেন, কানাডা থেকে জেশন
গ্রীন রিচ।কনফারেন্সে প্রজেক্ট দাখিলকারীদের মধ্যে গ্লোবাল উইনার হিসেবে প্রথম স্থান অর্জন করেন
মিশরের আহমেদ মাহমুদ আবদেল, লেবাননের ফারেস সামসানি এবং তৃতীয় স্থান অর্জন করেন, বাংলাদেশ
থেকে সাবিকুন মুবাশ্বিরা জামান। এছাড়াও প্রজেক্ট মূল্যায়নে আরব অঞ্চল, এশিয়া প্যাসিফিক রিজিওন ও
বাংলাদেশ থেকে মোট ০৯ জন অংশগ্রহণকারী রিজিওনাল অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মনোনীত হন।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীবৃন্দের তৈরী কনফারেন্স সুপারিশমালা ঘোষণা পত্র পাঠ করা হয়। এসডিজি
বাস্তবায়ন ও জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় অংশগ্রহণকারীবৃন্দ নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের স্কাউট সদস্যদের অংশগ্রহণে ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।
সমাপনীর মাধ্যমে পর্দা নামে ওআইসি রাষ্ট্র ও মুসলিম কমিউনিটির ইয়ুথদের অংশগ্রহণে অনুষ্ঠিত স্কাউট
কনফারেন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গত ২৭ মে
শিক্ষামন্ত্রী ড: দিপুমনি কনফারেন্স উদ্বোধন করেন।